About Us

HOME / ABOUT

About Thevenin

Thevenin eTutors একটি অনলাইনভিত্তিক লার্নিং প্ল্যাটফর্ম। ২০২১ সালে বুয়েট গ্রাজুয়েট চারজন তরুণ ও মেধাবী ইঞ্জিনিয়ারের উদ্যোগে এর যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকেই প্ল্যাটফর্মটি বাংলাদেশের পাওয়ার সেক্টর, গ্যাস সেক্টর ও টেলিকম সেক্টরে চাকরিপ্রার্থী ইঞ্জিনিয়ারদের জন্য পূর্ণাঙ্গ EEE Job Preparation প্রোগ্রাম অফার করে আসছে। এছাড়াও বিসিএস টেকনিক্যাল (EEE) প্রার্থীদের জন্য BCS EEE Preparation Program থেভেনিনের একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
সাফল্যের ধারাবাহিকতায় গত চার বছরে থেভেনিনের অনলাইন প্রস্তুতিমূলক প্রোগ্রাম সম্পন্ন করে অসংখ্য ইঞ্জিনিয়ার আজ দেশের বিভিন্ন সেক্টরে সফলভাবে কর্মরত আছেন।
উল্লেখযোগ্যভাবে, করোনা মহামারির সময় (২০২০ সালে) প্রকাশিত চাকরি-সহায়ক Thevenin EEE Job Guideline বই এবং ২০২৫ সালে প্রকাশিত Thevenin BCS EEE Guideline বই বাংলাদেশের চাকরিপ্রস্তুতি-নির্ভর পাঠকদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

থেভেনিনের চলমান ও আসন্ন কোর্স ও সেবাসমূহ:

🚀 AE Job Preparation Course – বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য
SAE Job Preparation Course – ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য
🧮 Engineering Math & Mental Ability Course (AE & SAE)
📘 এসিস্ট্যান্ট ও সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য চাকরি-সহায়ক বই:
  Thevenin EEE Job Guideline (৩য় সংস্করণ)
📗 বিসিএস ইইই (৮৯১ & ৮৯২) টেকনিক্যাল পদপ্রার্থীদের জন্য:
  Thevenin BCS EEE Guideline

Overal Supervision

Junaed Hassan Nazmul

Assistant Engineer, DPDC

Our Qualified
Instructor Family

Mahmudur Rahman Sayem

Assistant Commissioner, DC Office, Cox's Bazar

Tanzir Ahmed Sami

Assistant Engineer, CPGCBL

Esther Howard

Professor

Devon Lane

Professor